Q কিংবদন্তি কি? এর বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখ?

কিংবদন্তি ( legenda ) কি? এর বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখ? -- By Mr Compact


Ans - মৌখিক ইতিহাসের একটি অন্যতম উপাদান হিসাবে কিংবদন্তি কাহিনী ( legends ) কে গুরুত্ব দেওয়া হয়। পাশ্চাত্য জগতের প্রচলিত ( legends ) ও আঞ্চলিক ঐতিহ্য বহনকারী ব্যক্তিকে কিংবদন্তি আখ্যা দেওয়া হয় বা কিংবদন্তি বলা হয়।

কিংবদন্তি মানে কি | কিংবদন্তির গুরুত্ব | কিংবদন্তি ও পৌরাণিক কাহিনীর পার্থক্য | জীবন্ত কিংবদন্তি কি | লিজেন্ড কাকে বলে | কম্পিউটারের কিংবদন্তি কাকে বলে | কিংবদন্তি সমার্থক শব্দ | রামচন্দ্র ও হারকিউলিস কি ধরনের চরিত্র |

কিংবদন্তি কাহিনীগুলোতে যেসব ঘটনার বিবরণ দেওয়া হয় বা যেসব চরিত্রের উল্লেখ করা হয় অতীতে একসময় সেসব ঘটনা ঘটেছিল বা সেসব চরিত্র জীবিত ছিল বলে লোকসমাজ বিশ্বাস করে।


 পড়ার জন্য ক্লিক করুন  -

নৌ বিদ্রোহের কারন ও ফলাফল আলোচনা কর ? ( HS 2019)                    


 কিংবদন্তির বৈশিষ্ট্য : প্রাচীন কিংবদন্তি বা লেজেন্ড এর বৈশিষ্ট্য গুলি হল -


১) বিষয়বস্তু : কিংবদন্তির বিষয়বস্তু ইতিহাস নির্ভর, প্রেম বিরহ, অত্যাধিক ঘটনা,পরি বা ভূত পেতের কাহিনী তাদের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ঘটনা হয়ে থাকে।

২ চরিত্রের অস্তিত্ব : কিংবদন্তির চরিত্রগুলি একসময় জীবিত ছিল বলে মনে করা হয় । তারা যে সাধারণ মানুষের চেয়ে বেশি ক্ষমতাবান , সাহসী, মানবদারি ছিলেন সে কথা অস্বীকার করতে বাধা নেই।

3 বিষয়বস্তু ও কল্পনা : বিস্ময় ও কল্পনা কিংবদন্তির প্রেক্ষাপটে অত্যন্ত সক্রিয়। প্রাথমিক অবস্থায় কিংবদন্তি তে ঐতিহাসিক ঘটনার সূত্র নিহত থাকলে ও কিংবদন্তি ঘটনার পরবর্তীকালে পল্লবীত হতে হতে প্রকৃত ইতিহাসের বহু ঘটনা মুছে যায়।

4 অতিরঞ্জন : কিংবদন্তি ঘটনার বিবরণে সর্বদাই অতিরঞ্জন লক্ষ্য করা যায়। অতীতের কোন ব্যক্তিরা বাস্তব জীবনের সঙ্গে বিভিন্ন অতি মানবীয়, অবিশ্বাস্য ও অতিরঞ্জন ঘটনার যুক্ত হয়ে কিংবদন্তি রচিত হয় ।

Post a Comment

নবীনতর পূর্বতন