Q মহাকবি ভাসের স্বপ্নবাসবদত্তম নাটকটির মূল্যায়ন কর?

মহাকবি ভাসের স্বপ্নবাসবদত্তম নাটকটির মূল্যায়ন কর? | ভাস সমস্যা কি? -- By MR COMPACT


ANS :- সংস্কৃত সাহিত্যে প্রাক সাহিত্যিক যুগে শ্রেষ্ঠ নাট্যকার হলেন ভাস । কালিদাস তার "মালবিকাগ্নিমিএম " নাটকে ভাসকে  ক্ষেতনামা নাট্যকার বলে উল্লেখ করেছেন। এছাড়া অন্যান্য আরো সংস্কৃত কবিরা ভাসের নাটক প্রতিভা উপলব্ধি করতে  পেরেছেন।

বাসবদত্তা কাব্যের নায়ক নায়িকা কে |  ভাসের নাট্য প্রতিভা | ভাসের নাটকের সংখ্যা কত | ভাসের নাটকের নাম | স্বপ্নবাসবদত্তা pdf  | বাসবদত্তা টিকা | স্বপ্নবাসবদত্তা গ্রন্থের লেখক কে | বাসবদত্তা কে ছিলেন |

                             সংস্কৃত সাহিত্যে ভাস রচিত দৃশ্য কাব্যের সংখ্যা ১৩ টি। সেগুলির মধ্যে স্বপ্নবাসবদত্তম  নাটকটিকে ভাসের সর্বশ্রেষ্ঠ নাটক রূপে স্বীকার করা হয়। "স্বপ্নবাসবদত্তম" একটি ছয় অংকে বিনষ্ট একটি নাটক। নাটকটির কাহিনী রামায়ণ, মহাভারত এবং সুদীর্ঘকাল ধরে প্রচলিত। উদয়ন - বাসবদত্তার ঐতিহ্যমুন্ডিত রোমান্টিক প্রণয় ( প্রেম ) কাহিনী। নাটকের ঘটনা হলো মন্ত্রী যৌগন্দরায়ন কুটকৌশলে উদয় - পদ্মাবতীর বিবাহ ঘটিয়ে পদ্মাবতী দশকের সাহায্যের নিজ প্রভুর রাজত্ব উদ্ধার করা। কিন্তু নাটকের নামকরণ থেকে নাটকের সামাজিক দিকটি বেশি করে  পরিস্ফুট হয়।‌ 

* মূল্যায়ন : ভাস প্রতিভাবান নাট্যকার সংকলাপ রচনায় তিনি ছিলেন সিদ্ধহস্ত। চরিত্র চিত্রনে " স্বপ্নবাসবদত্তম " নাটকটি বিশেষ প্রশংসার দাবি রাখে। বাসবদত্তা, উদয়ন, যৌগন্দ রায়, পদ্মাবতী চরিত্রগুলি ভাসের অসাধারণ সৃষ্টি, সর্বোপরি সহজ ভাষায় ছোট ছোট সংলাপ নাটকের গতিকে বাড়িয়ে দিয়েছে। ‌ এইসব মিলিয়ে স্বপ্নবাসবদত্তম একটি সার্থক নাটকে পরিণত হয়েছে।



  • ভাস সমস্যা কি?

সংস্কৃত সাহিত্যের ইতিহাসে ভাস-সমস্যা বলতে কি বুঝ | ভাস কয়টি নাটক লিখেছেন | মহাকবি ভাস এর অবদান | ভাস রচিত বিখ্যাত সংস্কৃত নাটক | মহাকবি ভাস এর জীবনী | ভাসের নাট্য প্রতিভা | ভাসের শ্রেষ্ঠ নাটক কোনটি | ভাসের নাটক বালচরিত |

ANS :- সংস্কৃত নাট্য সাহিত্য আলোচনা কালে ভাসের নাম বিশেষভাবে প্রযোজ্য। ১৯০৯ থেকে ১৯১১ খ্রিস্টাব্দের মধ্যে দক্ষিণাত্যের পন্ডিত গণপতি শাস্তি দক্ষিণ ভারতে কেরালার মনলিক্কর নামক মালায়ম হরফে লেখা তেরোটি (১৩ ) নাটকের পান্ডুলিপি আবিষ্কার করেন এবং ১৯১২ খ্রিস্টাব্দে নাটগুলি ভাসের নামে প্রকাশ করেন। পান্ডুলিপি সমূহের মধ্যে ভাসের নাম উল্লেখ না থাকায় বহু পন্ডিত এই নাটকগুলিকে ভাসের রচনা অস্বীকার করলেন সুতরাং আবিষ্কৃত নাটক গুলি রচয়িতা ভাস না অপর কোন নাট্যকার এ বিষয়ে সমস্যা থেকে গেল, সংস্কৃত নাট্য সাহিত্যে এই সমস্যা " ভাস সমস্যা " নামে পরিচিত।



  • ভাসের রচনা শৈলী সম্পর্কে আলোচনা কর?

মহাভারত অবলম্বনে ভাসের নাটক গুলি কি কি | ভাসের নাটক গুলি কে কোথা থেকে আবিষ্কার করেন | নাট্যকার ভাস সম্পর্কে আলোচনা | মহাকবি ভাস এর জীবনী | সংস্কৃত সাহিত্যের ইতিহাস ভাস  | ভাসের কতগুলি নাটক পাওয়া যায়

ANS :- সংস্কৃত সাহিত্যে প্রাক সাহিত্যিক যুগে শ্রেষ্ঠ নাট্যকার হলেন ভাস । কালিদাস তার "মালবিকাগ্নিমিএম" নাটকে ভাসকে ক্ষেতনামা নাট্যকার বলে উল্লেখ করেছেন।ভাসের মোট রচিত নাটকের সংখ্যা ১৩ টি এই ১৩ টি নাটক পর্যালোচনা করলে ভাসের রচনা শৈলী সম্বন্ধে নিম্নলিখিত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়-

১) ভাসের নাটকের আকর্ষণীয় বৈশিষ্ট্য হল ক্ষিপ্রতা আর গতিশীলতা

২) নাটকগুলি রঙ্গমঞ্চে অভিনয় যোগ্য। 

৩) ভাসের রচনায় ভাষা সংক্ষিপ্ত

৪) ভাসের রচনায় নিম্ন প্রয়োজনে সবিস্তারে ব্যাখ্যা নেই।

Post a Comment

নবীনতর পূর্বতন