Q সমাজ সংস্কার ও শিক্ষা সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা কর ? ( HS 2019 ) - Mr Compact

Ans :-

সমাজ সংস্কার ও শিক্ষা সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা কর ? ( HS 2019 ) -- BY Mr Compact

            ভূমিকা:- অষ্টাদশ শতাব্দীতে ভারতে বিরল যে কয়েকজন ধর্মনিরপেক্ষ সমাজ সংস্কার আবির্ভাব ঘটেছিল তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন রাজা রামমোহন রায়। উপনিবেশিক শাসনকালে ভারতীয় সমাজের অধঃপতি দূর করে সমাজ সংস্কারের কাজে তিনি জীবন পাত করেছেন। তাই তাকে ভারতীয় নবজাগরণের অগ্রদূত বলা হয়।

                

          

              A সমাজ সংস্কার :-

রাজা রামমোহন হিন্দু সমাজে প্রচলিত বিভিন্ন কূ প্রথা গুলি দূর করে সামাজিক সংস্কারের লক্ষে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেন।


সমাজ সংস্কার রাজা রামমোহন রায়ের ভূমিকা | সমাজ সংস্কার ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা | সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায় ও বিদ্যাসাগরের অবদান | বাংলার নবজাগরণে রাজা রামমোহন রায়ের ভূমিকা | সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের ভূমিকা pdf | আধুনিক ভারত গঠনে রাজা রামমোহন রায়ের অবদান | রাজা রামমোহন রায়ের ধর্ম সংস্কার রাজা রামমোহন রায় স্মরণীয় কেন? | সমাজ ও শিক্ষা সংস্কার আন্দোলনে রামমোহন রায়ের অবদান ? - Mr compact


১ সতীদাহ প্রথার বিরোধিতা :- হিন্দু সমাজে প্রচলিত বিভিন্ন কু প্রথাগুলির মধ্যে সবচেয়ে মর্মান্তিক ছিল সতীদাহ প্রথা। এই প্রথা অনুসারে স্বামীর মৃত্যুর পর তার জীবিত স্ত্রীকে মৃত স্বামীর চিতায় পুড়ি মারা হতো। রামমোহন রায় এই কূ প্রথার বিরুদ্ধে জনমত গড়ে তোলেন এবং ১৯২৯ সালে লর্ড উইলিয়াম বেন্টিং এর সহায়তায় সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন।


২ বাল্যবিবাহ প্রথার বিরোধিতা :- তৎকালীন সমাজে খুব অল্প বয়সে মেয়েদের বিবাহ দেওয়া হতো ফলে পরবর্তীতে তারা কঠিন সমস্যার সম্মুখীন হত। রামমোহন রায় এই এই কূ প্রথার বিরুদ্ধে জনমত গড়ে তুলে এই কূ-প্রথা নিষিদ্ধ করেন। 


৩ বহুবিবাহ প্রথায় বিরোধিতা :-  তৎকালীন সমাজে একজন একজন পুরুষ অনেকগুলো বিবাহ করতে পারতো ‌। এই বহুবিবাহ প্রথা বন্ধ করার জন্য রাজা রামমোহন রায় এগিয়ে আসেন। 

এছাড়াও তিনি হিন্দু সমাজে প্রচলিত কন্যাপন, কৌটিল্য প্রথা, গঙ্গাসাগরে সন্তান বিসর্জন, নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা, নারী শিক্ষার প্রসার প্রভৃতি বিষয়ে যথেষ্ট তৎপরতা দেখান।

                


            B শিক্ষা সংস্কার :-

রামমোহন উপলব্ধি করতে পেরেছিলেন যে আধুনিক পাশ্চাত্য শিক্ষার উপর ভিত্তি করে নবভারগড়ে উঠবে। তাই শিক্ষা সংস্কারের লক্ষ্যে তিনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নানা উদ্যোগ গ্রহণ করেন। 

সমাজ ও শিক্ষা সংস্কার আন্দোলনে রামমোহন রায়ের অবদান ? - Mr compact


১ শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন :- রামমোহন রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার বিষয়ে সক্রিয় ছিলেন। তিনি নিজ ব্যয়ে কলকাতায় অ্যাংলো হিন্দু স্কুল ১৮২২ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। তিনি ডেভিড হেয়ারের শিক্ষা বিস্তারের কাজে অন্যতম সহায়ক ছিলেন।


২ পাশ্চাত্য শিক্ষার প্রসার :- ইংরেজ সরকার ১৮২৩ খ্রিস্টাব্দ সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার কথা ঘোষণা করলে রামমোহন লর্ড আমহাস্টকে লেখা এক চিঠিতে এর বিরোধিতা করেন এবং ভারতবাসীর জন্য পাশ্চাত্য গণিত, প্রকৃতি বিজ্ঞান, রসায়ন, পাশ্চাত্য দর্শন, ইংরেজি ভাষা শিক্ষা প্রভৃতির দাবি জানান । এই পত্রটি ভারতের নবজাগরণের ইতিহাস ও একটি মূল্যবান দলিল।


৩ বাংলা গদ্য সাহিত্যের বিকাশ :- প্রাচীন সাহিত্য ছিল মূলত পদ্য নির্ভর , ছন্দের আবদ্ধের সীমাবদ্ধ। রামমোহন রায় ধর্ম সংস্কারের প্রচারের উদ্দেশ্যে বাংলা পদ্যের  বেড়াজাল ভেঙে গদ্য ভাষায় সাহিত্য রচনা করেন ‌। সর্বপ্রথম তার এই প্রয়াসের ফলে তাকে গদ্য সাহিত্যের জনক বলা হয় ‌‌। 



Post a Comment

নবীনতর পূর্বতন