নৌ বিদ্রোহের কারন ও ফলাফল আলোচনা কর ? ( HS 2019)  

ভমিকাভারতের স্বাধীন সংগ্রামের সবশেষ উল্লেখ্যযোগ্য আন্দোলন হল 1986 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে ভারতীয় নৌবাহিনী অর্থাৎ রয়েল ইন্ডিয়ান নেভি ( বা RIN ) বিদ্রোহ। ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের পরবর্তীকালে এই নৌ বিদ্রোহ  ছিল ব্রিটিশদের কাছে সবচেয়ে ত্রাসের ( বা দুঃখের ) কারণ ।

নৌ বিদ্রোহের কারণ ও গুরুত্ব লেখ?
কবে কোথায় নৌ বিদ্রোহের প্রথম সূচনা হয়
নৌ বিদ্রোহের কারণ আলোচনা করো
1946 সালের নৌ বিদ্রোহের চরিত্র
নৌবিদ্রোহের
নৌ বিদ্রোহের
1946 এর নৌ বিদ্রোহের কারণ ও তাৎপর্য লেখো

নৌ বিদ্রোহের কারন ও ফলাফল আলোচনা কর ? , নৌ বিদ্রোহের তাৎপর্য আলোচনা করো , মন্ত্রী স্পিনের আগমন, ভারত ত্যাগের ভাবনা , royal indian navy mutiny,


                             A নৌ বিদ্রোহের কারণ :-

ভারতের নৌসেনা যে বিভিন্ন কারণে বিদ্রোহ শুরু করেছিল সেগুলি হল :-

  • 1 বন্যবৈষম্য :-  ভারতীয় নৌবাহিনীতে ফলাফল প্রবল বর্ণ বৈষম্য ছিল । কোন কাজে নিযুক্ত ভারতীয় নাবিক এবং ইংরেজ নাবিকদের বেতন এবং অনন্য সুযোগ সুবিধার পার্থক্য ছিল । এর ফলে নাবিকেরা ক্ষুব্ধ হয়ে বিদ্রোহের পথ বেছে নিয়েছে।

  • 2 নিম্নমানের খাদ্য :- সরকারের বিরুদ্ধে ভারতীয় নৌ সেনাদের অসন্তোষের অন্যতম কারণ ছিল নিম্নমানের খাদ্য সরবরাহ । ইংরেজ অফিসার ও কর্মচারীরা যথেষ্ট ভাল খাবার পেলও সরকার ভারতীয় নাবিকদের অত্যন্ত নিম্নমানের খাবার দিত।

  • 3 সেনাদের পদচ্যুতি :- দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ভারতীয় সেনাদের গুরুত্ব দেওয়া হলেও যুদ্ধের পর অতিরিক্ত সেনার প্রয়োজন না থাকায় সরকার বহু সেনাকে চাকরি থেকে বরখাস্ত করে। এর ফলে নৌবাহিনীতে ক্ষোভের সঞ্চার হয়। 

  • 4 আজাদ হিন্দ সেনাদের বিচার :- পরাজিত আজাদ হিন বাহিনীর  সৈন্যদের লাল কেলায় বিচার শুরু হলে, দেশের জনগণের সঙ্গে ভারতীয় নৌসেনারাও ক্ষোভে ফেটে পরে।

 

১৯৪৬ খ্রিস্টাব্দে নৌ বিদ্রোহের কারণ
1946 খ্রিস্টাব্দে নৌ বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো
1946 সালের নৌ বিদ্রোহের কারণ ও তাৎপর্য ব্যাখ্যা করো
নৌ বিদ্রোহের কারণ ও ফলাফল class 12
নৌ বিদ্রোহের নেতার নাম কি
নৌ বিদ্রোহের গুরুত্ব
সরকার ও নৌ বিদ্রোহের মধ্যে মধ্যস্থতা করেন কংগ্রেস নেতা
নৌ বিদ্রোহের কারণ গুলি লেখ

                     B নৌবিদ্রোহের গুরুত্ব :-
নৌবিদ্রোহ ছিল ভারতের ইতিহাসে নবযুগের সূচনা কারী। এই বিদ্রোহ শেষ পর্যন্ত ব্যর্থ হলেও এর গুরুত্ব অস্বিকার করার উপায় নেই।

  • 1 ব্রিটিশ শাসনের অবসান :- নৌবিদ্রোহ যে ভারতে ব্রিটিশ শাসনের মৃত্যুঘন্টা বাজিয়ে দিয়েছিল তাতে সন্দেহ নেই। ভারতীয় সেনাদের উপর নির্ভর করে যে ভারত শাসন করা সম্ভব নয়, এ কথা ব্রিটিশ সরকার স্পষ্ট বুঝতে পারে।

  • 2 ভারত ত্যাগের ভাবনা :-  নৌবিদ্রোহে ভারতীয় সেনা ও সাধারণ মানুষের রক্ত এক অভিন্ন আদর্শে একসঙ্গে মিশে যায়। ভারতে এরূপ আরও একটি বিদ্রোহ শুধু হলে তার পরিনাম যে কী ভয়ংকর হয়ে তা বুঝতে পেরে ব্রিটিশ সরকার শ্রীঘ্রই ভারত ত্যাগের কথা ভাবতে শুরু করে।

 

নৌ বিদ্রোহের ফলাফল

1946 এর নৌ বিদ্রোহের কারণ
নৌ বিদ্রোহের তাৎপর্য কী
নৌ বিদ্রোহের কারণ ও তাৎপর্য
1946 এর নৌ বিদ্রোহের কারণ ও তাৎপর্য ব্যাখ্যা করো
নৌ বিদ্রোহের কারণ ও ফলাফল pdf
নৌ বিদ্রোহের তাৎপর্য আলোচনা করো
নৌ বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো
1946 খ্রিস্টাব্দে নৌ বিদ্রোহের কারণ ও ফলাফল
নৌ বিদ্রোহের কারণ ও গুরুত্ব
নৌ বিদ্রোহের কারণ ও তাৎপর্য আলোচনা করো
নৌ বিদ্রোহের তাৎপর্য কি ছিল
1946 সালে নৌ বিদ্রোহের কারণ ও তাৎপর্য ব্যাখ্যা করো
নৌ বিদ্রোহের কারণ গুলি কি কি
কবে কোথায় নৌ বিদ্রোহের সূচনা হয় 

 

  • 3 মন্ত্রী স্পিনের আগমন :- নৌবিদ্রোহের ফলে আতঙ্কিত ইংরেজ সরকার শান্তিপূর্ণ উপায়ে সমতা হস্তান্তরের জন্য কংগ্রেস ও মুসলিম লিগের সঙ্গে আলোচনা করতে মন্ত্রী মিশনকে ভারতে পাঠায়।

Post a Comment

নবীনতর পূর্বতন