" বাসন্তিকস্বপ্নম "পাঠ্যাংশ অবলম্বনে কৌমুদি চরিত্র লেখ ?

Ans :- 


" বাসন্তিকস্বপ্নম "পাঠ্যাংশ অবলম্বনে কৌমুদি চরিত্র লেখ ?

ভূমিকা:- সংস্কৃত পণ্ডিত কৃষ্ণমাচর্য বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ নাট্যকার উইলিয়াম শেক্সপিয়র এর রচিত হাস্যরস যুক্ত নাটক " এ মিডসামার নাইট ড্রিম " এর সংস্কৃত অনুবাদ করেন এবং নাম রাখেন "বাসন্তিকস্বপ্নম" । প্রথম অংকবিশিষ্ট নাটকটির পাঠ্য হিসেবে আমাদের কাছে প্রথম অংক থেকে কিছুটা অংশ সংকলিত করা হয়েছে । 

বাসন্তিকস্বপ্নম নাট্যাংশে বহু চরিত্রের সমাবেশ থাকলেও তাদের মধ্যে অন্যতম একজন ' বালিকা চরিত্র হল কৌমুদী । উক্ত নাট্যাংশটিতে সংলাপের মধ্য দিয়ে চরিত্রের যে দশগুলি উন্মুক্ত হয়েছে সেগুলি নিম্নে আলোচনা করা হল। 

বাসন্তিকস্বপ্নম্ এর বিষয়বস্তু সংক্ষেপে লেখ
ইন্দ্র বর্মা কৌমুদী চরিত্র বিশ্লেষণ করো -
বাসন্তিকস্বপ্নম্ নাট্যাংশ চরিত্র গুলির পরিচয় দাও
বাসন্তিকস্বপ্নম্ pdf
ইন্দ্র বর্মা ও কৌমুদী কথোপকথন সংক্ষেপে লেখ
বাসন্তিকস্বপ্নম্ সংস্কৃত নাটক
বাসন্তিকস্বপ্নম্ নাট্যাংশ চরিত্র গুলির পরিচয় দাও।
কশ্যপের চরিত্র


 1 প্রেমের প্রতি একনিষ্ঠতা : - কৌমুদী হল একজন নগরবাসী যুবতি এবং ইন্দ্রবর্মা রাজ্যের বাসিন্দা  এবং এক বৃদ্ধ ব্রাহ্মণ ইন্দুশর্মার কন্যা। তার পছন্দের নায়ক ছিল বসন্ত কিন্তুু কৌমুদির পিতার অপছন্দের পাএ ছিল বসন্ত
                                            ইন্দুশর্মা মকরন্দ কে কৌমুদির শ্রেষ্ঠ প্রেমিক হিসেবে মানতেন। কিন্তু কৌমুদি কিছুতেই মেনে নেয়নি এই দিক থেকে তার প্রেমের প্রতি একনিষ্ঠতা নিষ্ঠা গুণটি প্রকাশ পেয়েছে। 

 2 সাহসিকতা :  কৌমুদি নিজের সিদ্ধান্তে অবিচল রাজার বিরুদ্ধাচারণ মাত্র মৃত্যু তা জানা সত্ত্বেও বসন্তকে ছাড়তে অরাজি। রাজা কৌমুদিকে বসন্তের শ্রেষ্ঠত্বের কথা বললে কৌমুদী জানায় যে "তথৈব বসন্ত হপি " এই দিক থেকে তার সাহসিকতা গুণটি প্রকাশ পেয়েছে। 

৩ ভদ্র আচরণ :  কৌমুদী রাজার সম্মুখে দাঁড়িয়ে বসন্তকে গ্রহণ করার এবং মকরন্দকে ত্যাগ করার সিদ্ধান্ত ব্যক্ত করেছেন এই সিদ্ধান্ত ব্যক্ত করতে গিয়ে কোন ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা প্রার্থনা করেছেন।

 ৪ বুদ্ধিমতী  : পিতা ইন্দুশর্মা কৌমুদির সিদ্ধান্তের বিরুদ্ধাচারণ করলে কৌমুদি জানায় যে " তার পিতা ইন্দুশর্মা কন্যার চোখ দিয়ে যদি বসন্ত কে দেখে তাহলে বসন্তই শ্রেষ্ঠ পাত্র " হিসেবে বিবেচিত হবে।




১৬ শ্রীকৃষ্ণমাচার্য রচিত ‘ বাসন্তিকস্বপ্নম্ ’ নাট্যাংশ অবলম্বনে রাজা ইন্দ্রবর্মার চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও

 উত্তর : সংস্কৃত পণ্ডিত শ্রীকৃষ্ণমাচার্য বিরচিত ( বা রচিত ) বাসন্তিকস্বপ্নম্ নাট্যাংশে রাজা ইন্দ্রবর্মার কথোপকথনের মাধ্যমে তাঁর চরিত্রের কিছু পরিচয় পাই ।


 ১ দেশশাসক:  কৌমুদীর প্রতি সমব্যথী হলেও দেশাচার রক্ষায় তিনি কঠোর। কৌমুদীকে ভয়ও দেখান তিনি। বলা যায় তিনি একজন আদর্শ দেশ শাসক। 

২ আদর্শ প্রেমিক :  একজন আদর্শ প্রেমিকের মধ্যে যে গুন গুলি থাকে তা নাটকের মধ্যে ইন্দ্র বর্মা চরিত্র ফুটে উঠেছে তাই বলা যায় রাজা ইন্দ্র বর্মা একজন আদর্শ প্রেমিক।

 ৩ নারি মর্যাদা :   ইন্দ্রবর্মা নারীকে যথেষ্ট মর্যাদা দেয় যা এই নাটকে আমরা দেখতে পাই। কৌমুদী কে বোঝাতে গিয়ে তাকে " বালিকা " বলে সম্বোধন করেন এবং রাজা হয়েও কনকলেখার কথা ধৈর্য সহকারে শুনেছেন। 

৪ সমদর্শী : রাজা ইন্দ্রবর্মা পরিণয় মহোৎসবের আনন্দ সকলের মধ্যে ছড়িয়ে দিতে চান । প্রজাদের মধ্যে আনন্দ ছড়িয়ে দেওয়ার উদারতা দেখিয়েছেন তিনি। 

৫ জ্ঞানী লোক : রাজা ইন্দ্রবর্মা যথেষ্ট জ্ঞানী ছিলেন কৌমুদীকে বোঝার জন্য তিনি নানাভাবে বিভিন্ন বুদ্ধির প্রয়োগ ঘটান। 


Post a Comment

নবীনতর পূর্বতন