Q ফলিত ভাষাবিজ্ঞান কাকে বলে? ও কি কি ? যেকোনো একটি সম্বন্ধে আলোচনা কর?

ফলিত ভাষাবিজ্ঞান কাকে বলে? ও কি কি ? যেকোনো একটি সম্বন্ধে আলোচনা কর?


ANS:- ভাষাবিজ্ঞানের যে অংশে ভাষার সঙ্গে সমাজের সম্পর্ক, বিচার ও বিশ্লেষণ করে করা হয় তাকে ফলিত ভাষাবিজ্ঞান বলে।

ফলিত ভাষাবিজ্ঞান পাঁচ প্রকারের যথা -

১. শৈলী ভাষা বিজ্ঞান . মনো ভাষাবিজ্ঞান  ৩. স্নায়ু ভাষাবিজ্ঞান ৪. নৃ ভাষাবিজ্ঞান ৫. সমাজ ভাষাবিজ্ঞান


শৈলী বিজ্ঞান সম্পর্কে আলোচনা করো
কোড বদল বলতে কী বোঝ
মনোভাষাবিজ্ঞান কাকে বলে
নৃ ভাষা বিজ্ঞান কাকে বলে
বর্ণনামূলক ভাষাবিজ্ঞান কাকে বলে
সমাজ ভাষাবিজ্ঞান কাকে বলে
সমাজ ও ভাষা
ভাষাবিজ্ঞানের বহুল প্রচলিত শাখা গুলি কি কি


শৈলী ভাষা বিজ্ঞান:- কোন লেখকের লিখন শৈলীর বিশ্লেষণকেই  শৈলী ভাষা বিজ্ঞান বলা হয়।

প্রথাগতভাবে শৈলীবিজ্ঞান দুই ভাগে ভাগ করা যায় যথা-

A মূল্যায়ন ভিত্তিক  B বর্ণনামূলক

 মূল্যায়ন ভিত্তিক শৈলী আসলে কোন লেখকের লেখার শৈলীর বৈশিষ্ট্য সমূহের প্রকাশ। অন্যদিকে  বর্ণনামূলক শৈলী হল কোন লেখকের লেখার শৈলীর বিবরণ বা বর্ণনা। 

                                                                                                             

                       বৈশিষ্ট্য :-

কোন লেখক বা সাহিত্যিকের পাঠ্যবস্তু (text) এবং সেই পাঠ্যবস্তুর প্রয়োগ রীতি এবং কৌশলেই শৈলী বিজ্ঞানের একমাত্র আলোচ্য বিষয়।

২ বহুবিন্যাসের সম্ভাবনার মধ্যে থেকে একটি সম্ভাবনাকে বেছে নেওয়া হলো শৈলীবিজ্ঞানের গড়ার কথা।

৩ শৈলী বিজ্ঞানের ক্ষেত্রে যে টুলগুলি ব্যবহার করা হয় সেগুলি হল - প্রমুখন , বিচ্যুতি, সামন্তরালতা , কোড বদল এবং বহুস্বরতা।


Q  রূপমূল কাকে বলে?

ANS :-  এক বা একাধিক ধ্বনি দ্বারা গঠিত অর্থপূর্ণ ক্ষুদ্রতম একককে রূপমূল বলে।

রূপমূলকে  প্রধানত দুটি শ্রেণীতে ভাগ করা যায়-



ক্যানবেরি রূপমূল কাকে বলে

জটিল রূপমূল কাকে বলে

মিশ্র রূপমূল কাকে বলে

রূপতত্ত্ব কাকে বলে

নিসপা দিত রূপমূল কাকে বলে

স্বাধীন রূপমূল ও পরাধীন রূপমূল কাকে বলে

দুটি পরাধীন রূপমূল এর উদাহরণ দাও

রূপিমের বৈশিষ্ট্য


স্বাধীন বা মুক্ত রূপমূল :- যে সমস্ত রূপমূলের স্বাধীন বা একক ব্যবহারের যোগ্যতা আছে তাদের স্বাধীন বা মুক্ত রূপমূল বলে।

যেমন -  দেশ , ফুল ,তামা ইত্যাদি।

২ পরাধীন বা বদ্ধ রূপমূল ‌: যে সমস্ত রূপমূলের অর্থময়তা থাকলেও স্বাধীন ব্যবহারের যোগ্যতা নেই তাদের পরাধীন বা বদ্ধমূল বলে। 

যেমন-  তামাটে এখানে " তামা " স্বাধীন রূপমূল " টে " পরাধীন রূপমূল।


Post a Comment

নবীনতর পূর্বতন