চিত্রসহ আর্টেজীয় কূপ এর বর্ণনা দাও?




ভূমিকা : পাম্পের সাহায্য ছাড়াই যে কূপ থেকে ভৌমজল স্বতঃস্ফূর্তভাবে ফয়ারের মত ভূপৃষ্ঠে বেরিয়ে আসে তাকে আর্টেজীয় কূপ বলে। অনেক আর্টেজীয় কূপ কে আর্টেজীয় প্রস্রবণ বলা হয়।

ফ্রান্সের আতোয়া প্রদেশ সর্বপ্রথম এরূপ কূপ খনন করা হয় বলে এ ধরনের কূপ কে আর্টেজীয় বলা হয়।

গঠন আর্টেজীয় কূপ মূলত ভাঁজপ্রাপ্ত শিলার অধোভঙ্গ গঠিত হয়। ভাঁজের অধোভঙ্গ অংশে দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মাঝখানে একটি প্রবেশ্য শিলাস্তর অবস্থান করলে এবং প্রবেশ্য শিলাস্তরের মুখ ভূপৃষ্ঠে উন্মুক্ত হলে বৃষ্টির জল প্রবেশ্য শিলাস্তরের সঞ্চিত হয় আবদ্ধ জলবাহী স্তর [অ্যাকুইফার] ভৌম জলের ভাণ্ডার গড়ে ওঠে। জলবাহী স্তর এর দুপাশে অপ্রবেশ্য শিলা অবস্থান করার ফলে ভৌমজলে প্রচন্ড পরিমাণ চাপের সৃষ্টি হয়। এই চাপের ফলে উপরের অপ্রবেশ্য শিলাস্তরের কোন দুর্বল অংশের দিয়ে কিংবা অপ্রবেশ্য শিলাস্তর এর মধ্যে দিয়ে কূপ খনন করা হলে স্বতঃস্ফূর্তভাবে ভৌম জল ফোয়ারের মত ভূপৃষ্ঠে বেরিয়ে আসে এভাবে আর্টেজীয় প্রস্রবণ গঠিত হয়। 

ভালভাবে বুঝার জন্য নিচের চিত্রে লক্ষ্য করো👇👇👇

যেমন  পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে আর্টেজীয় প্রস্রবণ সৃষ্টি হয়েছে। 



আর্টেজীয় কূপ গঠনের শর্ত 
  1.  অধোভঙ্গ আকারে দুই অপ্রবেশ্য শিলাস্তরের মধ্যে প্রবেশ্য শিলাস্তরের অবস্থান থাকা বাঞ্ছনীয়।
  2. জলচাপ তল  অবশ্যই কূপ এর উধ্বে অবস্থান করবে।
  3. জলবাহী স্তর এর প্রবেশ্য শিলাস্তরের প্রান্তভাগ অধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল উন্মুক্ত থাকা প্রয়োজন।

পড়ার জন্য ক্লিক করুন 

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন