কাস্ট ভূমিরূপ গড়ে ওঠার শর্ত গুলি লেখো ? 

Ans - চুনাপাথর যুক্ত অঞ্চলে দ্রবন কার্যের ফলে ভূপৃষ্ঠে ও ভুঅভ্যন্তরে যে বৈচিত্র্যময় ভূমিরূপ গড়ে ওঠে তাকে কাস্ট অঞ্চল বলে।


কাস্ট ভূমিরূপ গড়ে ওঠা শর্ত গুলি হল - 



কাস্ট ভূমিরূপ গড়ে ওঠার শর্ত গুলি লেখো ?  Hs Geography




১ বিশুদ্ধ চুনাপাথর :  কাস্ট ভূমিরূপ গড়ে ওঠার জন্য অঞ্চলটি বিশুদ্ধ চুনাপাথরের হওয়া প্রয়োজন। কারণ বিশুদ্ধ চুনাপাথর ছাড়া কাস্ট ভূমিরূপ গঠন হতে পারে না।

২ সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা: যে অঞ্চলে কাস্ট ভূমিরূপ গঠন হবে সে অঞ্চলটি সমুদ্রপৃষ্ঠ থেকে যথেষ্ট উঁচুতে থাকা বাঞ্ছনীয়।

৩ প্রচুর বৃষ্টিপাত : কাস্ট ভূমিরূপ গড়ে ওঠার জন্য ক্ষয় বহন ও সঞ্চয় কার্য এই তিনটি কাজই দরকার। আর এই তিনটি কার্য নিয়ন্ত্রিত হয় বৃষ্টিপাতের দ্বারা তাই কাস্ট ভূমিরূপ গড়ে ওঠার জন্য প্রচুর বৃষ্টিপাত প্রয়োজন।

৪ নদীর উপস্থিতি :  কাস্ট ভূমিরূপ গড়ে ওঠার জন্য নদীর উপস্থিতি থাকা বাঞ্ছনীয় । নদী ছাড়া কাস্ট ভূমিরূপ গঠন হতেই পারে না।

৫ ভূমির ঢাল : যে অঞ্চলে কাস্ট ভূমিরূপ গড়ে উঠবে সেই অঞ্চলে ভূমির ঢাল থাকা দরকার।

৬ চুনাপাথর বিস্তৃতিকাস্ট ভূমিরূপ গড়ে ওঠার জন্য অঞ্চলটি অনেক দূর পর্যন্ত চুনাপাথরের বিস্তৃতি থাকা প্রয়োজন। 

৭ ভৌম জলের জোগান : কাস্ট  ভূমিরূপ দ্রুত গড়ে ওঠার জন্য ভৌম জল গুরুত্বপূর্ণ উপাদান রূপে কাজ করে। তাই  ভৌম জলের উপস্থিতি কাস্ট ভূমিরূপ গড়ে ওঠার জন্য দরকার।



পড়ার জন্য ক্লিক করুন 

Post a Comment

নবীনতর পূর্বতন