Q "কেন ভালোবাসা, কেন-বা সমাজ / কিসের মূল্যবোধ " - প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য ব্যাখ্যা কর।


ANS:-   " ধানক্ষেত থেকে " কাব্যগ্রন্থের অন্তর্গত " ক্রন্দনরতা জননীর পাশে " কবিতার কবি মৃদুল দাশগুপ্ত সমাজ চেতনার পরিচয় পাওয়া যায়। কবি সমাজে চরম অবক্ষয়ের দিনে চুপ করে থাকতে পারেন নি। 

"কেন ভালোবাসা, কেন-বা সমাজ / কিসের মূল্যবোধ " - প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য ব্যাখ্যা কর।

                জমি আন্দোলনের প্রেক্ষাপটে শাসকের রাজনীতির নগ্নতা প্রত্যক্ষ করে কবি ক্রদ্ধ হয়েছেন। অধিকার রক্ষার লড়াইয়ে নিহত শহীদদের প্রতি যদি কবির বিবেক না জেগে উঠে তবে ভালোবাসা, মূল্যবোধ সব-ই অর্থহীন হয়ে পড়ে যায়। 


ক্রন্দনরতা জননীর পাশে বড় প্রশ্ন উত্তর | ক্রন্দনরতা জননীর পাশে বিষয়বস্তু  | ক্রন্দনরতা জননীর পাশে mock test | ক্রন্দনরতা জননীর পাশে কবিতার প্রশ্ন উত্তর 2022 | আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে | ক্রন্দনরতা জননীর পাশে কোন কাব্যগ্রন্থের | ক্রন্দনরতা জননীর পাশে pdf | ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি

                স্বদেশে সীমাহীন দুর্দশায় কবি শুনতে পেয়েছেন জননীর কান্না। জননীর হাহাকারে ক্রুদ্ধ কবি অনুতপ্ত বোধ করেছেন। ক্রন্দনরতা জননী কে তিনি কোনোভাবেই পরিত্যাগ করতে পারেন না। স্বজনের মৃত্যু দেখে বিধির বিচার চেয়ে আকাশের দিকে তাকিয়ে চুপচাপ থাকতেও পারেন না । ভাইয়ের শবদেহ দেখে প্রতিহিংসা জাগ্রত না হলে ভালোবাসা, সমাজ মূল্যহীন হয়ে পড়বে। সমাজের প্রতি কবির কর্তব্য এবং মানুষের প্রতি ভালোবাসা থেকে কবি অন্যায়ের সঙ্গে আপোষ করতে পারেন না। এই বক্তব্যেই কবিতার উদ্ধৃত অংশে প্রকাশিত হয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন